রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

চট্টগ্রামে ইয়াবাসহ দুই তরুণী ধরা

তিশা ইসরাত / ১৯ Time View
Update Time : রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি মোড় থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুই তরুণীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার (২ জুন) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে ইয়াছমিন আক্তার (২০) ও কিশোরগঞ্জের ছাতিরচর গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে ইতি আক্তার (২০)।

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই শরীফ রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ইস্পাহানি মোড়ে যাত্রী ছাউনির সামনে থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুই তরুণীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এদিকে গতকাল শনিবার রাতে নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় পৃথক অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়।

তার হলেন-তামজিদ আলম তুফান (২৮), মো. ইব্রাহিম (৪৭), মো. জাহান খান ও মো. জয়নাল আবেদীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *