রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
কথায় কথায় সেলফি তোলেন? দিনের সব ঘটনা ক্যামেরা বন্দি করে রাখেন? তাহলে এই অভ্যাস বদলান।
সম্প্রতি পাঞ্জাবের এক তরুণকে সেলফি তোলার অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। অদ্ভুত মনে হচ্ছে ? ভাবছেন এটা কখনো সম্ভব নয়?
ভারতের পাঞ্জাবের এই তরুণ ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনের সাথে সেলফি তোলে। এরপর সে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। যা একটি অপরাধ বলে ধরা হয়।
এই ঘটনার পর অজ্ঞাত এক লোক পুলিশকে অভিযোগ জানায়, শাহনাদ আলম নাম একজন ইভিএম মেশিনের সাথে সেলফি উঠে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। শুধু তাই নয়, শাহনাদ কোন দলকে ভোট দিয়েছে সেটিও ওই সেলফিতে পরিষ্কার দেখা যাচ্ছিলো।
পুলিশ অভিযোগ পেয়ে ওই তরুণের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে এবং তাকে আটক করে।