রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি বসতবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর সাতাইশের দাঁড়াইল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
ডাকাতির এ ঘটনা ঘটে দাঁড়াইল সড়কের মরহুম টুকু মিয়ার বাড়িতে। এটি তিনতলা ভবন। এর মধ্যে দোতলায় পরিবার নিয়ে থাকতেন তাঁর ছেলে ফারুক আহমেদ। সেখানেই ঘটে ডাকাতির ঘটনা। ভবনের অন্যান্য তলায় থাকেন ভাড়াটেরা। তবে ঘটনার সময় ফারুক বাড়িতে ছিলেন না।