মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
বিপিএলে ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। এবার শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্স ব্যাটসম্যান নাজমুল হোসেন। এ নিয়ে এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো অসদাচরণের জন্য শাস্তি পেলেন তিনি।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভেঙেছেন নাজমুল। এটি লেভেল ওয়ান ধরনের অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। তবে এ ক্ষেত্রে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানার সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে।
প্রথমে অন ফিল্ড আম্পায়ারের সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন নাজমুল, ক্রিজও ছাড়তে চাইছিলেন না। রংপুরের ডোয়াইন ব্রাভো এসে আলাদা করে নাজমুলকে শান্ত করার চেষ্টা করেন। ফেরার পথে এরপরের ব্যাটসম্যান ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও নিজের অবস্থান বেশ ক্ষুব্ধভাবে জানাতে দেখা যায় তাঁকে।